নোয়াখালীর একলাশপুরের প্রত্যন্তএলাকার নাহ খাওয়া মানুষের কাছে ত্রান সেবা পৌঁছে দিচ্ছে এলাকার যুবকরা

নোয়াখালীতে টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পানির ঢলে বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে অন্যতম একলাশপুর ইউনিয়ন।এই ইউনিয়নে এলাকাবাসীর নিজের অর্থ ও বিভিন্ন এলাকা থেকে আসা ত্রান প্রত্যন্ত এলাকার বন্যার্ত দের মাঝে পৌঁছে দিতে সহায়তা করে যাচ্ছে এলাকার স্থানীয় যুবকরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল থেকে এখন পর্যন্ত কয়েকটি গ্রুপে ভাগ হয়ে হারুন রশিদ আশ্রয়কেন্দ্র, রহমান ডাক্তার বাড়ি , দিদার বাড়ি,মাজার গেইট সহ আসে পাশের এলাকায় প্রায় এক হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে।

এলাকাবাসীর মধ্যে পারভেজ বলেন- আমাদের এলাকার মেইন রোড থেকে দূরে অনেক পরিবার নাহ খেয়ে আছে,আমরা চেষ্টা করতেছি ওইসব মানুষের কাছে ত্রান সেবা পৌঁছে দিতে।এইজন্য আমরা নিজেরা ফান্ডিং করছি এবং বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত ত্রান মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।