নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পাল্লার দুলালপুর গ্রামের আবু ইউসুফের ছেলে মোহাম্মদ ইশান (৫) ও একই পরিবারের সাইফুল ইসলামের ছেলে সাইমন (৭) শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বাড়ির পুকুরে ডুবে মারা গেছে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইশান ও সাইমন পরস্পর চাচাতো ভাই। তাদের উভয়ের বাবা প্রবাসী। শুক্রবার তারা উভয়ে বাড়ির সামনে রাস্তার উপর খেলাধুলা করছিলো। পরবর্তীতে তারা ঘরে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে একটি জুতা রাস্তার উপর এবং আরেকটি জুতা পুকুরে ভাসতে দেখা যায়।
পরে এক প্রতিবেশী পুকুরে নেমে অনেক খোঁজাখুজি করে পানির গভীর থেকে উভয়ের মরদেহ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে একজন পুকুরে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধার করতে পুকুরে ঝাঁপ দিয়ে থাকতে পারে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন