নোয়াখালীর চাটখিলে মাছ ধরতে গিয়ে পাওয়া গেল চায়না রাইফেল
পুকুরে মাছ ধরতে গিয়ে মাছের বদলে পাওয়া গেল একটি চায়না রাইফেল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নোয়াখালীর চাটখিলে থানার পুকুরে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে থানার ভেতরের পুকুরে গোসল করতে নামেন থানায় কর্মরত এএসআই আব্দুল আলীম ইসলাম। এসময় ঘাটের পশ্চিম পাশে একটি বড় মাছ দেখতে পান। তিনি মাছ ধরার জন্য ঘাটের পশ্চিম পাশে গেলে তার পায়ে লোহার মতো কিছু একটা লাগে। পরে পাশে থাকা এএসআই বাছির উদ্দিনকেও ডাক দেন তিনি। পানির উপরে তুলে দেখা যায় সেটি একটি চায়না রাইফেল।
এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে থানার অস্ত্রাগার লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কীভাবে থানার পুকুরে এলো, সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট থানা থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার ৩টি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন