নোয়াখালীতে অস্ত্রসহ চোরাই মোটরসাইকেল চক্রের ৫ সদস্য গ্রেফতার
অস্ত্রসহ চোরাই মোটর সাইকেল চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চাটখিল-সোনাইমুড়ী ও বেগমগঞ্জ সার্কেলের পুলিশের একটি টিম। কক্সবাজার সি-বীচে একটি হোটেল আত্মগোপনে থাকা অবস্থায় রোববার (২৯ জানুয়ারি) রাতে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাটখিল পৌরসভার ছয়ানীটবগা এলাকার বাবুলের ছেলে বাদল হোসেন (২৫), একই এলাকার নুর নবী সেলিমের ছেলে রাকিব হোসেন রানা(২৪), উপজেলার খিলপাড়ার মোহাম্মদ আলীর ছেলে শাহ ইমরান হোসেন শান্ত (২০), সুধারাম থানাধীন মাইজদী হাউজিং এলাকার মৃত সোলেমানের ছেলে আহসান হাবিব (২০) এবং বেগমগঞ্জ থানাধীন আলানি নগরের মাহবুব আলমের ছেলে নাজমুল হাসান বিনয় (২২)।
এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরী ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। সোমবার (৩০ জানুয়ারি) বিকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম।
এসময় তিনি আরো জানান, ১১ জানুয়ারী সোনাইমুড়ী থানার মামলা নং-০৬(০১)২৩ এর বাদীর মামলার বিবরণে জানা যায়, বাদী সাইদুল গাজী মৃৎ শিল্পের ব্যবসা করেন। ব্যবসায়িক সুবাদে তিনি চাঁদপুর জেলায় মেলা শেষ করে মালামাল সহ ০১টি পিকআপ এবং ০১টি মোটরসাইকেল যোগে ০৮ জানুয়ারি বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাণিজ্য মেলায় অংশগ্রহনের লক্ষ্যে রওয়ানা করে চাটখিল টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পূর্ব পাশে পৌছা মাত্র অজ্ঞাতনামা কতিপয় লোক মোটর সাইকেল যোগে এসে তাদের পিকআপ ও মোটরসাইকেলকে গতিরোধ করে পিকআপের গ্লাস ভাংচুর করতঃ কর্মচারী আব্দুল্লাহকে কিরিচ দ্বারা কোপ মারে। এসময় তাদের সঙ্গে থাকা নগদ টাকা, টিভিএস মোটরসাইকেল, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা। ঐ মামলা তদন্তকালে জানা যায়, একটি চক্র চাটখিল-সোনাইমুড়ী মহাসড়কে দীর্ঘদিন যাবৎ রাতের বেলা নির্জন স্থানে পথচারী মোটর সাইকেল আরোহীদের আক্রমন করে টাকা পয়সাসহ মূল্যবান সামগ্রী এমনকি মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে থাকে। তাদের এরকম কর্মকান্ডে ইতোমধ্যে সাধারণ জনগণের মধ্যে উদ্ধেগ ও আতংক ছড়িয়ে পড়ে।
বিষয়টি অবগত হয়ে পুলিশ সুপারের প্রত্যক্ষ দিক নির্দেশনায় বেগমগঞ্জ সার্কেল এসপি নাজমুল হাসান রাজিব এর নেতৃত্বে সোনাইমুড়ী ও চাটখিল থানার পুলিশের একটি টিম যৌথভাবে কাজ করে। পুলিশের ঐ টিম প্রত্যক্ষদর্শীদের তথ্য ও গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে চাটখিল পৌর এলাকাধীন কয়েকজন যুবক এই ঘটনায় জড়িত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন