নোয়াখালীতে পৌর কর্মকর্তা-কর্মচারিদের কর্মবিরতি
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রাপ্তির লক্ষ্যে টানা তিনদিনের কর্মবিরতি শুরু করেছেন নোয়াখালী জেলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন। রোববার সকাল ১০টা থেকে পৌরসভার সামনে তারা এই কর্মবিরতি পালন শুরু করে। তা বিকেল ৫ টা পর্যন্ত চলবে। নোয়াখালী পৌরসভার সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে এতে বক্তব্য রাখেন,নোয়াখালী জেলা কমিটির সহ-সভাপতি ও নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মূর্তজা, দপ্তর সম্পাদক আবদুল হালিম মিলন সহ প্রমূখ। নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নোয়াখালী পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ মাহবুবুর রহমান বলেন,আমরা পৌর কর্মকর্তা-কর্মচারীর পৌরসভার উন্নয়নে কাজ করে থাকি। কিন্তু আমরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের এ কর্মবিরতি চলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন