নোয়াখালীতে সিএনজি অটোরিক্সায় অগ্নিকান্ড, নিহত ২
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/06/Noakhali-CNG-Accident-720x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় সিএনজি-অটোরিক্সায় যান্ত্রিক ত্রæটি দেখা দিয়ে অগ্নিকান্ডে দুই যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরো এক যাত্রী আহত হয়। সকাল পৌনে ৬ টার উপজেলার সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজার সংলগ্ন সেকুর মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ও আহত যাত্রীদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাতে ল²ীপুর জেলার রামগতি উপজেলা থেকে একটি সিএনজি-অটোরিক্সা নোয়াখালী জেলা সদরের সোনাপুরের উদ্দেশ্য ছেড়ে আসে। পথিমধ্যে সিএনজি-অটোরিক্সাটি সোনাপুর-আলেকজান্ডার সড়কের ডাক্তার বাজার সংলগ্ন সেকুর মিলের সামনে পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এক যাত্রী ঘটনাস্থলেই পুড়ে নিহত হয়। ঘটনায় গুরত্বর আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করার পর আরো এক যাত্রী মারা যায়। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) নিবাস এ ঘটনা দুই যাত্রী নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন