নোয়াখালীতে ৪৬ ইউপি’র গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতকে সক্রিয়করণ করতে ইউপি চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে নোয়াখালীতে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে জেলার বিআরডিবি মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ-পরিচালক ও প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ড. মাহে আলম। স্থানীয় সরকার বিভাগের অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার ৯ উপজেলার ৪৬টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীগণ অংশ নেয়। প্রশিক্ষণের প্রথম পর্বে ইউপি চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের নিয়ে তিন দিনব্যাপী (আবাসিক) সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ইউপি সচিব ও গ্রাম আদালত সহকারীদের নিয়ে পাঁচ দিনব্যাপী (আবাসিক) এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সপ্তাহব্যাপী কয়েকটি ব্যাচে এ প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রশিক্ষণপ্রাপ্ত জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও ডিস্ট্রিক ট্রেনিং পুলের সদস্যবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন