নোয়াখালী জেলা প্রশাসকের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময়
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/r443r34-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদারের সাথে বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মাইটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও আরটিভির নির্বাহী পরিচালক সাইফুর রহমান রাসেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ. জেড. এইচ আজিজ, এইচ.এম আয়াত উল্যা, মোজাম্মেল হোসেন কামাল, সাহাব উদ্দিন, মোফাজ্জল হোসেন টিপু, সফি উদ্দিন টিটু, খায়রুল আনম রিফাত, ড. মোহাম্মদ আবু নাছের, নাজিম উদ্দিন মিলন, সাইদুর রহমান রাজু, মাহবুবুর রহমান, আরেফিন শাকিল, সবুজ, সুমন পাল, রিপন মজুমদার প্রমূখ। নোয়াখালী জেলা প্রশাসক মাহবুবুল আলম তালুকদার বলেন সাংবাদিকতাতো জেলা প্রশাসনেরই একটা অংশ। এটার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। যেভাবে আপনারা সংবাদ প্রকাশ করবেন সেভাবে এটা কার্যকর হবে। যদি সংবাদটা মিথ্যা হয়, ফলাফলও মিথ্যা হবে, যদি তা সত্য হয়, ফলাফলও সত্য হবে। এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ সুষ্ঠু সাংবাদিকতা করবেন, আমি আপনাদের সাথে আছি এবং থাকব। যদি সত্য খবর আমার ব্যাপারেও হয়, তা প্রকাশ করতে আপনারা দ্বিধা করবেন না। সঠিক তথ্য না জেনে কিছু কিছু খবর পাঠায়, যদি সেটা মিথ্যা সংবাদ ছাপা হয়, কিন্তু যা হওয়ারতো হয়েই গেল, ওটা মিথ্যা প্রমাণিত হতে হতে ঐ ব্যক্তির অবস্থা ১২টা বেজে যাবে। তাই আমি অনুরোধ করব বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা সবাই যাতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান এবং তিনি এ প্রেসক্লাবের সাথে আছেন এবং থাকবেন বলে জানান। পরে ক্লাবের সভাপতির নেতৃত্বে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন