ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮তম বিসিএসে আবেদন নয়

৩৮ তম বিসিএস পরীক্ষায় অনলাইন আবেদন করতে সব সনদের রোল নম্বর ও ফলাফলের পাশাপাশি ন্যাশনাল আইডি নম্বরও লাগবে। এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে তিনি বলেন, ‘আমরা আজই একটি বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর চাওয়া হবে।’
কারও যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে তিনি আবেদন করতে পারবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এখন সব কিছুতেই ন্যাশনাল আইডি নম্বর লাগে। সিম কিনতে গেলেও ন্যাশনাল আইডি নম্বর লাগে। তাছাড়া যার ন্যাশনাল আইডি নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন? ন্যাশনাল আইডি নম্বর না থাকলে আবেদন করতে পারতে পারবে না।’
চলতি মাসেই ৩৮ তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন, ‘এবার থেকে বাংলার পাশাপাশি ইংরোজিতেও প্রশ্ন করছি। কারণ, পরীক্ষার্থীর স্বাধীনতা থাকা উচিত। তিনি চাইলে ইংরেজিতেও পরীক্ষা দিতে পারেন, চাইলে বাংলাতেও পারেন।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















