‘ন্যায় বিচার পাইনি, উচ্চ আদালতে যাব’
২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ে তারেক রহমানসহ বিএনপি নেতাদের সাজার রায়ে ন্যায় বিচার পায়নি বলে দাবি করেছেন দলের আইনজীবী সানাউল্লাহ মিয়া।
বুধবার রায় ঘোষণার পর নাজিমুদ্দিন রোডের আদালত প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তিনি এ কথা বলেন।
আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, ন্যায় বিচার না পাওয়ায় তারা উচ্চ আদালতে যাবেন।
তিনি বলেন, আমরা আশা করেছিলাম তারেক রহমানসহ বিএনপি অন্য আসামিরা খালাস পাবেন।
এর আগে আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টুসহ ১৯ আসামিকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারী আবদুল হারিছ চৌধুরীসহ ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
বুধবার দুপুরে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন