নড়াইলের নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধ গলিত লাশ উদ্ধার
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর-কালিয়া-কাঞ্চনপুর খেয়াঘাট নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার কালিয়া-কাঞ্চনপুর খেয়াঘাটের কাছে একটি লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। তবে এ সংবাদ লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায় নি।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে
নবগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো জানা যায় নি। লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন