নড়াইলের মুরগীর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে পাঁচ’শ মুরগীর মুত্যু!
নড়াইলের কালিয়ায় একটি মুরগীর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ৫ শতাধিক মুরগীর মৃত্যুসহ খামার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার রাতে উপজেলার কলাবাড়িয়া গ্রামের কামাল হোসেন তালুকদারে পোল্টি মুরগীর খামারে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খামার মলিক জানান, বুধবার রাত ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুরগীর খামারের পাশের লোকজনের চিৎকার শুনে খামারের অদুরে বসবাসকারি ওই মালিক খামরে ছুটে যান। ততোক্ষণে খামারের ৫৫০টি মুরগীসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন