নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তন
নড়াইল-১ আসনে কর্নেল সাজ্জাদের পরিবর্তে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
শনিবার নড়াইল জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর পাঠানো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য গণপ্রতিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬(২) অনুচ্ছেদের বিধানমতে নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত মনোনয়ন প্রদানপূর্বক ধানের শীষ বরাদ্দ করা হলো।
বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন