নয়নের জল || মোস্তফা কামাল মাহদী

নয়নের জল
মোস্তফা কামাল মাহদী


ক্ষনে ভাবি কেমন ভালবাসা
জেগে ওঠে হৃদয়ে কত আশা
যে আশায় বেঁধেছিলাম
কবিতা যে লিখেছিলাম
স্বপ্নে ইরিনা এসে বেঁধেছিল বাসা,

কতদিন যে পরে তাকিয়ে
হৃদয়ের মাঝে ওঠে হাঁকিয়ে
শুনেছি তার কথন
এখনো আগের মতন
কত ভালবাসি তাকে নেই তার ভাষা।

দেখেছি তার বদনখানি
কিছু যেন বলবে জানি
অস্পষ্ট রয়েছে সব
চলেছি দেখে খোয়াব
এখনো আসেনি তার একবারও কল,

হৃদয়ের ব্যাকুলতা আর ব্যথা
বুঝতে পারে মনের কথা
অপেক্ষায় আছি এখনো
ভুলে যাব না কখনো
হৃদয়ের একাকীত্বে তাই ছেড়ে নয়নের জল।