পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ ঘর আগুনে পুড়ে ছাই! ক্ষতি অর্ধকোটি টাকা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/আগুনে-পুড়া-ঘরের-ছবি-১.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১০ পরিবারের ২৬ ঘর আগুনে পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি টাকা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া গ্রামে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি পরিবারের আসবাবপত্র, বসতবাড়ী, নগদ টাকা-পয়সা, কাপড় চোপড়, জমির কাগজপত্র ও চেকসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন লেল্টু মোহাম্মদের ছেলে নজরুল ইসলাম ও বসির উদ্দিন, নজরুল ইসলামের ছেলে সাদেকুল, সামিউল ও হাবিব, মৃত কাজিম উদ্দিনের স্ত্রী কুলসুম, আজিম উদ্দিনের ছেলে মফিজুল, খলিল উদ্দিনের ছেলে মজিবর রহমান, তৈয়ম উদ্দিনের ছেলে আসির উদ্দিন এবং নসির উদ্দিনের ছেলে হায়দার আলী।
জানা যায়, দুপরে রান্না ঘরের বৈদ্যুতিক তার থেকে আকস্মিক ভাবে আগুনের সুত্রপাত ঘটে। পরে তা ড্রপ তারের মাধ্যমে স্থানীয় হাবিব ও নজরুলের বাড়ি থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে ওই গ্রামের ১০ পরিবারের বসতবাড়ী পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কক্ষে থাকা আসবাবপত্র সহ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার এবং ঘরে মজুদকৃত খাদ্য শস্য পুড়ে ছাই হয়ে যায়।
এসময় আগুনের ব্যাপকতা দেখে এলাকার লোকজন এগিয়ে আসে। স্থানীয়রা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুনের সর্বশেষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
জানা যায়, আগুনে পুড়ে যাওয়ার খবর শুনে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া সহ দলীয় নেতাগণ ক্ষতিগ্রস্তদের শান্তনা দিতে ছুটে আসেন।
এরপর বিকালের দিকে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপস্থিত হয়ে প্রত্যেককে ১ থেকে ৩টি করে কম্বল, ৩০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ২ কেজি আলু সহায়তা প্রদান করেন। এছাড়াও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শাড়ী, লুঙ্গি ও আর্থিক সহায়তা করা হয়েছে।
এসময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো. তারেক হোসেন, ইউপি সদস্য আবু কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহ্, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আসাদুজ্জামান, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বশির আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সহ-সভাপতি তইম উদ্দীন প্রমূখ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন