পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘পর্যটন এবং গ্রামীণ উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প গড়ের তেঁতুলিয়ায় ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় অনলাইনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-সচিব সাইফুল ইসলাম জুম মিটিং এর মাধ্যমে উক্ত কর্মশালার শুভ উদ্বোধন করেন। তিনি ঢাকা থেকে সরাসরি মাল্টিমিডিয়া প্রজেকশনের মাধ্যমে মুল প্রতিপাদ্য উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, তেঁতুলিয়া ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ অধিদপ্তর তেঁতুলিয়ার সহকারী প্রোগ্রামার নবীউল করিম সরকার, ইউপি সচিব আলোপ্তগীন মুকুল, ইউপি সচিব আশুতোষ সরকার, ইউপি সদস্য তবিবর রহমান, পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সমাজ কর্মী, পরিবেশ কর্মী, উদ্দ্যোক্তা, ব্যবসায়ী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উক্ত কর্মশালায় মতামত ব্যক্ত করেন সিনিয়র সাংবাদিক সরকার হায়দার, এম এ বাসেত, পরিবেশ কর্মী মাহমুদুল হক মামুনসহ আরো অনেকে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন