পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

তেঁতুলিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান মো. মাসুদ আল করিম সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এস.এম আকাশ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, মাঝিপাড়া কৃষি খামার ক্ষুদ্র চা-চাষী সমবায় সমিতির সদস্য অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহন করেন।

উক্ত আলোচনা সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বেরং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির তাজউদ্দীন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো. মামুন কবীর।

এসময় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করণে একযোগে কাজ করার আহ্বান জানান।