পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার ভজনপুর ইউনিয়নের কাউরগছ নামক এলাকায় ২০২৩-২০২৪ অর্থবছরের তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অফিসের প্রশিক্ষণ অফিসার মোঃ নইমুল হুদা সরকারের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যায়ণ অফিসার মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের দিনাজপুর অ লের মনিটরিং অফিসার এস এম গোলাম সারোয়ার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি ফজলুর রহমান, ইউপি সদস্য রিয়াজ উর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় মাঠ দিবসে বক্তব্য রাখেন, প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন, বিশেষ অতিথি এস এম গোলাম সারোয়ার, বিশেষ অতিথি জীবন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
উক্ত মাঠ দিবস পরিচালনায় ছিলেন, ভজনপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক। এসময় সহযোগিতায় ছিলেন, দেবনগড় ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হুমাউন কবির।
মাঠ দিবস শেষে প্রত্যেক কৃষক-কৃষাণীকে সম্মানী ভাতা ৩০০ টাকা এবং নাস্তা প্রদান করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন