পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বই বিতরণ উৎসব পালিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/1.3.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নববর্ষের প্রথম দিন আনন্দময় পরিবেশে সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র—ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
সোমবার (১লা জানুয়ারি) সকালে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাজী শাহাবুদ্দিন দ্বি—মূখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ছাত্র—ছাত্রীদের হাতে বই তুলে এই বই বিতরণ উৎসব পালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসানের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলী, কাজী শাহাবুদ্দিন দ্বি—মূখী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ এমদাদুল হক, তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ—সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ প্রতিষ্ঠানদ্বয়ের কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন