পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ১৩ জুয়ারি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে একজনসহ ১৩জুয়ারিকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ভজনপুর ইউনিয়নের বামন পাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়। সাড়ে ৭টার সময় তাদের নিকট হতে নগদ ২৪ হাজার একশ টাকা, তিন সেট ডন তাস, পাঁচটি প্লাস্টিকের বস্তা ও একটি নীল রঙের ত্রিপাল জব্দ করে তালিকা করা হয়।

আটককৃত জুয়ারিরা হলেন, ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার আঃ রহিমের ছেলে বানারুল ইসলাম (৩১), গোলাব্দীগছ এলাকার নজিবুল ইসলামের ছেলে মো.কালাম (৩২), ভজনপুর ফকিরপাড়ার তমিজ উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম (৩৫), কাউরগছ এলাকার মৃত সরম উদ্দিনের ছেলে সাদিক আলী (৩৫) ও সফিকুল হকের ছেলে রবিউল ইসলাম (২৯)।

দেবনগড় ইউনিয়নের মানিক ডোবা গ্রামের আমিরুল ইসলামের ছেলে সাকিমুল ইসলাম (২২), গাছবাড়ী এলাকার মৃত. তমিজ উদ্দিনের ছেলে আমিনুর রহমান (৪৮) ও দেবনগড় এলাকার রফিকুল ইসলামের ছেলে বিপুল ইসলাম (২৮), বুড়াবুড়ি ইউনিয়নের কাটাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সোবহান (২৭)।

শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার মৃত. চান মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন (২৫), ও জেলার তুলারডাঙ্গা এলাকার মৃত.আইয়ুব আলীর ছেলে জহিরুল ইসলাম (৪২), টুনিরহাট তালমা এলাকার মৃত. আইয়ুব আলীর ছেলে আব্দুর রশিদ (৩৪) এবং বোদা থানার ধামেরঘাট ডাঙ্গাপাড়া এলাকার মৃত. মতিয়ার রহমানের ছেলে সিরাজুল ইসলাম (৩০)।

জানা যায়, ১৩ জুয়ারির মধ্যে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তোফাজ্জল হোসেন তোফাকে ওই রাতে গ্রেফতার করা হয়েছে। তোফাজ্জল হোসেন উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার মৃত. চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে গত বছর ১৮ সেপ্টেম্বর একটি মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনায়েত কবির জানান, গত রোববার সন্ধ্যা সোয়া সাত টায় তেঁতুলিয়া থানা পুলিশের ভজনপুর বাজারে থাকা টহলদল জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে বামনপাড়া গ্রামের সোহেলের বাড়িতে পৌঁছে জুয়া খেলার সময় তাদের আটক করে। আইনি প্রক্রিয়া শেষে আটকৃতদের পরের দিন সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।