পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবাগত ইউএনও’কে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরুর সঙ্গে উপজেলা বিএনপি ও বিএনপি’র যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। পরে পরিচিতি ও মতবিনিময় আলোচনা করা হয়। এসময় বিএনপির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শাহিন, উপজেলা কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম।

উপজেলার ভজনপুর ইউনিয়ন সভাপতি মকছেদ আলী, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন সভাপতি বসির আলম, উপজেলার দেবনগড় ইউনিয়ন সভাপতি মাসুদ রানাসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।