পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা হাসান আলী মাস্টার আর নেই

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বীরমুক্তিযোদ্ধা হাসান আলী মিয়াঁ (হাসান মাস্টার) আর নেই। বুধবার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

জানা যায়, তিনি একধারে বাংলাদেশ সেনাবাহিনীর নায়েক সুবেদার পদে চাকরি করেন। সেখান থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে চাকরিতে নিযুক্ত হয়ে অবসর গ্রহন করেন। তিনি ছিলেন একজন প্রতিভাবান সমাজসেবী ব্যক্তি ও প্রবীণ সাংবাদিক।

তিনি পঞ্চগড় প্রেসক্লাব ও তেঁতুলিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এছাড়াও তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন। তিনি তেঁতুলিয়া সরকারি ডিগ্রি কলেজের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সদস্য এবং পঞ্চগড় জেলা মোটরমালিক সমিতির সদস্য ছিলেন। এছাড়াও তিনি এলাকার একাধিক প্রতিষ্ঠানের সংগে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় মেঘ থেকে বৃষ্টি পড়ার কারণে আজিজনগর ব্রাইট স্টার পাঠাগার ক্লাবে তাঁর কফিনে জাতীয় পতাকা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু। পরে আজিজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

এসময় মরহুমের আত্মার শান্তি কামনা করে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামি পঞ্চগড় জেলার আমির মাও. অধ্যাপক ইকবাল হোসেন, তেঁতুলিয়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যাপক কাজিউল হক, প্রধান শিক্ষক ফজলুল হক, ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী ও স্থানীয় সমাজের জুলফিকার আলী জুয়েল ও মরহুমের বড় ছেলে শাহীন রেজা মিয়া। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ কন্যা ও স্ত্রী এবং নাতী-নাতনি সহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে পঞ্চগড় জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক সাংবাদিক সোহরাব আলী সহ অনেকেই মরহুমের আত্মার শান্তি কামনা করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।