পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেউজ)’ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অবহিতকরণ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী পরিচালক গোলাম ফারুক উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিসার শাহ মো. আল আমিন এর সঞ্চালনায় সেমিনারে স্লাইড প্রেজেন্টেশন উপস্থাপন করেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা সমাসসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী।

এ সময় জেলা সমাসসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. জহিরুল ইসলাম(রেজিঃ), মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শওকত আলী, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাইলী হক প্রীতি, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম প্রমুখ।

এছাড়াও সেমিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন।

উল্লেখ্য যে, ৫৭টি জেলা সমাজসেবা কার্যালয়, ১৩৩টি উপজেলা সমাজসেবা কার্যালয় ও ৯টি শহর সমাজসেবা কার্যালয়ের ন্যায় সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায় ১০ ক্যাটাগরির প্রান্তিক পেশাজীবী কামার, কুমার, নাপিত (হেয়ার ড্রেসার), শতরঞ্জি প্রস্তুতকারী, জুতা মেরামত ও প্রস্তুতকারী(মুচি), নকশি কাঁথা প্রস্তুতকারী, লোকজযন্ত্র, বাঁশ-বেত প্রস্তুতকারী, লোকজ শিল্পী ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবনমান উন্নয়নে (২য় ফেইজ) কাজ চলমান রয়েছে।