পঞ্চগড়ের রাকাব ভজনপুর শাখায় নেই কোনো সিসি ক্যামেরা, ডাকাতির চেষ্টায় আটক-১

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ সিসি ক্যামেরা না থাকার সুযোগে ডাকাতির চেষ্টার সময় স্থানীয়দের সহযোগিতায় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে আটটার সময় উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় এ ঘটনাটি ঘটে। আটককৃত সহিদুল হক ওই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকরু মোহাম্মদের ছেলে

পরিবার সূত্রে জানা যায়, সে সেনাবাহিনীতে চাকরি করেন। দুই মাসের ছুটিতে বাড়িতে আসছেন। রফিজ উদ্দিন সহ এলাকাবাসী বলেন, সহিদুলের পরিবার অত্যান্ত গরিব ও সহজ-সরল। সহিদুল কোনো খারাপ কাজে নিয়োজিত ছিলেন না এখনো নেই জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলা এবং শব্দ শুনতে পান। এসময় সন্দেহ হলে তিনি সাথে সাথে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি ব্যাংকের ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্নও পাওয়া যায়।

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যাবস্থাপক নুরুজ্জামান বলেন, আটককৃত সহিদুল ওই ব্যাংকের গ্রাহক ছিলেন এবং বিকেলে তার একাউন্ট থেকে টাকাও উত্তোলন করেন। বিকেল ৬টা থেকে সাড়ে ৬টার সময় যখন আমরা ব্যাংক থেকে বেড়িয়ে যায় তখন সে আমাদের অগোচরে ব্যাংকের ভিতরে ছিলেন।

হয়তো উপায়ন্তর না পেয়ে রাত সাড়ে আটটার দিকে হঠাৎ ফোন করে বলেন স্যার আমি আপনার ব্যাংকের গ্রাহক আমাকে বাঁচান। এরপর আমি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে পুলিশে খবর দিই। এরপর এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তাকে আটক করেন। এতো বড় একটা ব্যাংকে সিসি ক্যামেরা না থাকার বিষয়ে জানতে চাইলে ব্যাবস্থাপক নুরুজ্জামান কোনো সদুত্তর দিতে পারেনি।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নাইট গার্ড আনিস বলেন, ব্যাংকের ভিতর থেকে যখন আটককৃত সহিদুল ম্যানেজারকে ফোন দেয় তখন ম্যানেজার তাকে ফোন করলে একা প্রবেশের সাহস পাচ্ছিলেন না। সাথে সাথে ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করেন। এরপর ওই ডাকাতকে দেখতে পাই। তিনি আরও বলেন, ব্যাংকের অফিসে প্রবেশের কেচি গেইটে যে ফোল্ডিং দরজা রয়েছেন সেখানেই সহিদুল লুকিয়ে ছিল।

ভজনপুর ইউনিয়নের ইউপি সদস্য তবিবর রহমান জানান, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে সবাই বের হলে সে ডাকাতির চেষ্টা চালায়। গুরুত্বপূর্ণ বাজারের মাঝেই ব্যাংকটির অবস্থান। এ অবস্থায় ডাকাতির চেষ্টা উদ্বেগজনক হলেও স্থানীয়দের সহযোগিতায় তা ব্যর্থ হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।