পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভা

পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে রোববার (১৬ মার্চ) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ এর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুল কাদের এর সভাপতিত্বে সমন্বয় সভায় পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মকছুদুল কবীর, জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী, জেলা কমাড্যান্ট পক্ষে বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিভুতি ভূষণ প্রামানিক, প্রোগ্রাম এন্ড ফাইন্যান্স এ্যাসিসটেন্ট মো. মিজানুর রহমান।

পঞ্চগড় সদর উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলাম, সফলতা যুব উন্নয়ন সংগঠনের সভাপতি খাদিজা আক্তার, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম, পঞ্চগড় বি.পি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সুলতান মাহমুদ, সদর উপজেলার ক্যাবল নেটওর্য়াক এর পরিচালক শামসুজ্জামান বিপ্লব, ব্র্যাক পঞ্চগড়ের জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

স্থানীয় অংশেজনদের সাথে সমন্বয় সভায় প্রেজেন্টেশন তুলে ধরেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩ পর্যায়) প্রকল্পের পঞ্চগড় সদর উপজেলা সমন্বয়কারী দেবন্দ্রণাথ টপ্য।

এই সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্থানীয় পর্যায়ে দ্রুত এবং সুলভ ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়াও, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করতে জনসচেতনতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।