পঞ্চগড়ে জাতীয় সমবায় দিবসে ভাতের প্যাকেটের সঙ্গে জুটেনি পানি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দদের আয়োজনে এই দিবসটি পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে প্রথমে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ করেন। এরপর জাতীয় সংগীতের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মামুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন, শালবাহান রোড ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক আজিজুল হক, রংধনু ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন নয়ন, তেঁতুলিয়া কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মাসুদ আল করিম, মাঝিপাড়া কৃষি খামার সমবায় সমিতির এক্সিকিউটিভ মেম্বার অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম প্রমূখ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মো. মহসিন আলী প্রধান।
এসময় সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি।
এরপর প্রত্যক্ষভাবে দেখা যায়, অপ্যায়ন মূলক খাবারের প্যাকেট পেতে অপেক্ষা করতে হয় প্রায ২০মিনিটের বেশি। পরে প্যাকেট পেলেও খাবারের সঙ্গে জুটেনি পানির ব্যবস্থা। প্রচলিত যে কোনো মেহমানদারী কিংবা হোটেলে কোন কিছু খাইতে গেলে প্রথমে পানি দেয়া হয় অথচ সমবায় দিবসের এতবড় আয়োজনে খাবারের সঙ্গে একটি পানির বোতলের ব্যবস্থা না থাকায় অবাক করিয়ে দিয়েছেন গণমাধ্যমকর্মীসহ অনেককেই।
শুধু কি তাই, অন্যান্য জেলা কিংবা উপজেলায় লক্ষ্য করলে চোখে পড়বে জাতীয় সমবায় দিবস-২০২৪ প্রিন্টের গেঞ্জি পড়িয়ে দিবসটি পালন করা হয়েছে। এদিকে সেই সামর্থ্য জুটেনি তেঁতুলিয়া সমবায় অফিসের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন