পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/বিদ্যুতস্পৃষ্টে-মৃত্যু-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হৃদয় (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ জুলাই) সন্ধ্যায় জেলার সদর উপজেলার সদর ইউনিয়নের জমভিটা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু হৃদয় ওই এলাকার রেজাউল করিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমভিটা এলাকায় নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) অধিনে বরেদ্র সেচ পাম্পের ওপরে থাকা ট্রান্সফরমা হঠাৎ করে শব্দ হলে স্থানীয় এলাকার লোক সেচ পাম্পের দুর্ঘটনাটির পাশে দেখতে যায়। এসময় বিদুৎতের তারে সংযোগ থাকায় সেখানে বৈদ্যুতিক তারে নিহত শিশু হৃদয় নামে ওই শিশুটি আটকে যায়।
পর স্থানীয়রা বিদুৎ অফিসে ফোন দিয়ে লাইন বন্ধ করতে বললে লাইন বন্ধ হলে পরে স্থানীয়দের সহযোগীতায় পরিবারের লোকজন তাকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কাউছার আহম্মেদ শিশু হৃদয়কে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (নেসকো) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী আতিফুর রহমানকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি তার মুঠোফোন রিসিভ করেননি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন