পঞ্চগড়ে শহীদ সাগরের সমাধীস্থলে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষ্যে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ইউনিয়নে শহীদ সাগরের সমাধীস্থলে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পন ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) টুনিরহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে জেলার সদর উপজেলার টুনিরহাট ইউনিয়নের নায়েকপাড়া গ্রামে শহীদ সাগরের সমাধীস্থলে এই শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এসময় পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনা(ভূমি) মোহন মিনজি, টুনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে আমীর শফিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে জেলার পাঁচ শহীদের নাম ও ছবি সম্বলিত নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। সকাল ৯ টায় জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়, জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, জুলাই যোদ্ধা এসোসিয়েশনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া গণঅভ্যুত্থানে দেবীগঞ্জ ও বোদা উপজেলায় শহীদের কবরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটিতে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় শহীদ স্মৃতিভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী। পরে জেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত হয় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন এবং আলোচনা সভা।
এরপর দিবসটি পালনে বিকেলে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এবং সন্ধ্যায় জুলাই অভ্যুত্থান দিবসের বিজয় উদযাপন কনসার্ট এর আয়োজন করা হয়েছে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন