পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইজিবাইকের ধাক্কায় মহিলার মৃত্যু
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারী চালিত ইজিবাইকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী হাসিনা বেওয়া (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (২৭ জুন) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের মুনিগছ গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত হাসিনা মুনিগছ গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হাসিনা নামে ওই বৃদ্ধা তার বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য রাস্তায় উঠলে একটি অজ্ঞাত ব্যাটারী চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গেলে তার উপর দিয়ে ইজিবাইকটি চলে যায়। পরে স্থানীয়রা দ্রæত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া সড়ক দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘ঘটনার পর পরেই ঘাতক ইজিবাইকটি পালিয়ে যায়। তদন্ত সাপেক্ষে পালিয়ে যাওয়া ইজিবাইকটি খুজে বের করার চেষ্টা চলছে। খুজে পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন