পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৭ ব্যক্তিকে সাড়ে ৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং হাইওয়ের থানার সহযোগিতায় বাংলাবান্ধা-তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের পিকনিক কর্ণার সংলগ্ন এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, সড়কে আইন মেনে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং সড়ক দূর্ঘটনা রোধে এই সময় হেলমেট ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ মোতাবেক সাত ব্যক্তিকে ৪ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) আমানুল্লাহসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।