পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সার বিক্রয়ে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সার বিক্রয়ে অনিয়মের দায়ে মেসার্স রুম্পা এন্টারপ্রাইজ নামের এক বিসিআইসি’র সার ডিলারকে ভ্রাম্যমান আদালতে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি নামক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সার ডিলার মোস্তফা জামান রাজুকে এই অর্থদন্ড প্রদান করা হয়।
জানা যায়, সরকার কর্তৃক সারের নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করে সার বিক্রয়, গ্রাহককে বিক্রয় রশিদ প্রদান না করা এবং বিক্রয় রেজিস্টারের সঠিকতা না থাকার দায়ে বিসিআইসি’র এই ডিলারকে প্রথমে আটক করা হয়।
পরে সার বিক্রয়ে অনিয়ম ও অপরাধ অস্বীকার করায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) ডিলার মেসার্স রুম্পা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা জামান রাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা লংঘনের দায়ে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ দিয়েছেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক এবং তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন