পঞ্চগড়ের বোদায় ট্রাক্টরের চাপায় দাদি-নাতনির মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় নাতনিকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের চাপায় দাদিরও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দৌলতপুর এলাকার রহিমা খাতুন (৫০) ও তার দেড় বছর বয়সী নাতনি রাফিয়া আক্তার।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের পর বাড়ির পাশে লাকড়ি সংগ্রহ করছিলেন রহিমা খাতুন। এসময় দেড় বছর বয়সী নাতনি রাফিয়া তার পেছন পেছন আসতে থাকে। একপর্যায়ে শিশু রাফিয়া সড়কের মাঝখানে চলে যায়। এসময় মাটিবাহী একটি ট্রাক্টর আসতে দেখে ছুটে যান রহিমা। নাতনিকে বাঁচাতে গিয়ে রহিমা নিজেই ট্রাক্টরের নিচে পড়ে যান। এতে চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় শিশু রাফিয়াও। প্রথমে রাফিয়াকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বোদা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, ঘটনার পর স্থানীয়রা ট্রাক্টরের চালক পলাশ চন্দ্র রায়কে (২২) আটক করে। নিহতের পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন