পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/06/পরিবেশ-অভিযান-পিক-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন ২০২২) জেলা সদর উপজেলার পঞ্চগড় বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। উক্ত অভিযানকালে দুই দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বাজারজাত করণের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৭০কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।
জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এ্যাকজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল-আল-মামুন কাওসার শেখ ও মোঃ ফরহাদ হোসেন নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় পঞ্চগড় বাজারের দোকানসমূহের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন