পৌর নির্বাচন
পঞ্চগড়ে নির্বাচন কর্মকর্তার গাড়িসহ মোটরসাইকেল ভাংচুর
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে সরকারি কালেক্টরেট শিক্ষা নিকেতন ও তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ দুইটি কেন্দ্রে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার গাড়িসহ মোট ৫টি মোটরসাইকেল ভাংচুরের খবর পাওয়া গেছে। পাশপাশি নুরআলা নুর কামিল মাদ্রাসা মহিলা কাউন্সিলরের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টাটার মধ্যে দুই ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা আলমগীর জানান, ১নং ভোট কেন্দ্র কালেক্টরেট শিক্ষা নিকেতন পর্যবেক্ষণে থাকা অবস্থায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা শিকার হই। এসময় পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে পরবর্তীতে আমার ব্যবহৃত গাড়ির পেছনের গ্লাসসহ বিভিন্ন জায়গায় ভাংচুর হয়।
পৃথক ঘটনায় ১০নং তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টার দিকে ভোট কেন্দ্রে একদল দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে কেন্দ্রে প্রবেশ করে উপস্থিত ভোটাদেরকে বের করে দিয়ে পোলিং এজেন্টদের বাইরে থাকা ৫টি মোটরসাইকেল ভাংচুর করে। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন