পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যেগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রোববার (১১ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার বিসিক শিল্প নগরী এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা চালানো হয়।

জানা যায়, উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের অপরাধে ৫২ হাজার টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ১’শ ৮২কেজি পলিথিন ও ৩’শ ৫৭ কেজি পলিথিনের রোল জব্দ করা হয়।

জেলা প্রশাসন পঞ্চগড় এর সহকারী কমিশনার ও বিজ্ঞ এ্যাজিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলাম অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও পুলিশ বিভাগ, পঞ্চগড় এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।