পটুয়াখালীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পটুয়াখালী সদরের ৯নং ওয়ার্ড থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) মীম(১৯) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে।
মীম (১৯) নামের ওই তরুণী মাঝগ্রামের দুলাল মাদবরের মেয়ে। পরিবারের দাবি, মীম আত্মহত্যা করেছে।
৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ সিকদার নিহতের পরিবারের বরাতে জানান, মীম দুপুর একটার দিকে নিজ ঘরের দরজা আটকে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মেয়েটির হাতে কাটা দাগ রয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন