পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র দাবদাহে পথচারীদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
পটুয়াখালীর কলাপাড়ায় তীব্র দাবদাহে পথচারীদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা ব্যাপী এই কার্যক্রম শুরু করেছেন ত্রান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী মো.মহিববুর রহমান এমপি। আর এতে অংশ নিয়েছেন ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা।
বৃহস্পতিবার(০২ মে) বিকেল ৪ টায় কলাপাড়া পৌর শহরে খাবার স্যালাইন ও পানি বিতরণ করে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এছাড়া একই সময় মহিপুর বন্দর ও ধুলাসার এলাকায় পথচারী ও অটোভ্যান সহ বিভিন্ন শ্রেনীপেশার চালাকদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় কলাপাড়া ও মহিপুরে ৫ হাজার পথচারী ও বিভিন্ন পেশায় কর্মরত ব্যাক্তিদের মাঝে বিনামূল্যে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন