পটুয়াখালীর কলাপাড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর লা*শ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় আমেনা খাতুন নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার রাত তিনটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির সুলতানগঞ্জ গ্রামে মৃতের শ্বশুর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য গৃহবধূর স্বামী শাকিব মৃধাকে (২২) আটক করেছে পুলিশ।

মৃতের পিতার পারিবারের অভিযোগ, দুই বছর আগে ধুলাসার গ্রামের বাসিন্দা সাকিবের সাথে আমেনা খাতুন এর পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। ২০ বছর বয়সী আমেনাকে তার শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে দড়ি দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।
তাদের অভিযোগ, ৭ মাসের অন্তঃসত্ত্বা কোন মা আত্মহত্যা করতে পারে না। এছাড়া আত্মহত্যার কোন আলামতও দেখতে পায়নি তারা।
এই ঘটনায় জড়িত শাকিব ও তার পরিবারের লোকজনের বিচারের দাবী জানিয়েছেন মৃতের পিতার পরিবার।

কলাপাড়া থানার ওসি আলী আহমেদ জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী শাকিবকে আটক করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে।