পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামীলীগের উদ্যোগে গ্রেনেড হামলা দিবস পালিত
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ শে আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১শে আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো:মহিববুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার,পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় নেতারা ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তারা আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
নেতারা বলেন, ওই ঘটনাপ্রবাহের কালো থাবা বাংলাদেশের রাজনীতিকে আরেকবার বিভক্ত করেছে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসনের যে নজির স্থাপিত হয়েছে বাংলাদেশের মানুষ তা যুগে যুগে স্মরণ করবে।
২১ আগস্টে বর্বর গ্রেনেড হামলা ও হত্যাকাণ্ডের পর্দার আড়ালের কুশীলবদের মুখোশ উন্মোচনের জন্য আন্তর্জাতিকভাবে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য মো:মহিববুর রহমান বলেন,২০০৪ সালে নারকীয় গ্রেনেড হামলার এই দিবসের শিক্ষাই হলো সাহস সঞ্চয় করা এবং প্রতিবাদী হওয়া। আমরা যদি শক্তিশালী থাকি ইনশাআল্লাহ কোনো অপশক্তি বাংলাদেশের গায়ে একটি আঁচড় দিতে পারবে না। আমাদের কাজ আওয়ামী লীগ সভাপতি জননেত্রীর শেখ হাসিনার কথা ও কাজকে অনুসরণ করা। ২১ আগস্ট আমাদের এই শিক্ষাই দেয়।’
তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য পূনরায় তাকে প্রধানমন্ত্রী করে আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার অনুরোধ জানান সবার প্রতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন