পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ বজ্রপাতেই নিঃস্ব হলেন কৃষক রাজ্জাক
পটুয়াখালীর কলাপাড়ায় আচমকা কালবৈশাখী বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার রাত তিনটার দিকে উপজেলার চম্পাপুর ইউপির ২ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার হতাশার কন্ঠে বলেন, অতিরিক্ত গরম থেকে গরুগুলোকে একটু স্বস্তিতে রাখতে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠের মধ্যে আলাদা আলাদা জায়গায় বেঁধে রেখেছিলেন।
রাত তিনটার দিকে হঠাৎই কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের কারণে গরুগুলো মারা যায়। রাতে টের পাইনি । সকালে ঘুম থেকে উঠে দেখি গরুগুলো মাঠের মধ্যে মৃত অবস্থায় পড়ে আছে । পরে সকালে মৃত গরু তিনটি মাটি চাপা দেন। এতে তার অন্তত লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে জানান তিনি।
চম্পাপুর ইউপির চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার জানান, এবিষয়ে খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে জানিয়েছি। দেখি পরবর্তীতে ওই কৃষকের জন্য কিছু করা যায় কিনা।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(দ্বায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন জানান, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন