সৌদির সঙ্গে মিল রেখে
পটুয়াখালীর কলাপাড়ায় সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন ১৫ হাজার মানুষের
পটুয়াখালীর কলাপাড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আযহা উদযাপন করছে ৭ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ।
চানটুপির অনুসারী মুসলিম পরিবারগুলো প্রতিবছরই একদিন আগেই ঈদ আনন্দ উপভোগ করেন।
রোববার সকাল সাতটায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পৌর শহরের নাইয়াপট্টি, ধানখালী, চম্পাপুর, লালুয়া, উত্তর লালুয়া মাঝি বাড়ি, লতাচাপলি ও ফুলতলী বাজারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঈদ উপলক্ষে এসব গ্রামে সকাল থেকেই বইছে উৎসবের আমেজ। স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করে আসছেন তারা।
নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস বলেন, পবিত্র হজ্বেও পরেরদিন আমরা ঈদুল আযহা পালন করে থাকি। এবছরও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন