পটুয়াখালীর কলাপাড়ায় হত্যার পর মাটি চাপা দেওয়া হয় বৃদ্ধার লাশ

পটুয়াখালীর কলাপাড়ায় আয়শা বেগম নামে ষাটোর্ধ এক বৃদ্ধার মাটি চাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল আটটার দিকে উপজেলার বালিয়াতলী ইউপির দক্ষিণ বড় বালিয়তলী আবাসন প্রকল্পের একটি ঘরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত আয়শা বেগম ওই ইউপির পূর্ব বড় বালিয়াতলী গ্রামের মৃত মোশারেফ মিয়ার স্ত্রী। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য মো. রাসেল জানান, আবাসনের বাসিন্দা ইউনুসের সাথে আয়শা বেগমের লেনদেনের বিষয় ছিল।

শনিবার দিন তাকে ডেকে আবাসনে নিয়ে আসে ইউনুস। পরে আজ তার লাশ মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, বৃদ্ধার পা রশি দিয়ে হয়তো বাঁধা ছিল এমন দাগ পড়ে আছে। এছাড়া গলায় ওড়না পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে শনিবারই তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে লাশ গুম করতে মাটি চাপা দেওয়া হয়েছিল।

তবে লাশ পাওয়ার খবর জানাজানি হলে ইউনুস পালিয়ে গেছে বলেও জানান তিনি।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, সেনাবাহিনী এবং আমরা যৌথভাবে বর্তমানে ঘটনাস্থলে রয়েছি। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হবে। এছাড়া পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।