পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী সহ ৫১ নাম উল্লেখ করে মামলা

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৫১ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ সহ আজ্ঞাতনামা আরও ১শ জনকে আসামী করা হয়েছে এই অভিযোগে।

এ মামলায় বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। গতকাল রাতে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ৩০ আগষ্ট রাত আটটার দিকে আসামীরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া বোমা ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।

কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।