পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী সহ ৫১ নাম উল্লেখ করে মামলা
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি নেতাকর্মীদের মারধর ও দলীয় কার্যালয় ভাংচুরের ঘটনায় সাবেক ত্রান প্রতিমন্ত্রী মহিববুর রহমানকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ৫১ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতার নাম উল্লেখ সহ আজ্ঞাতনামা আরও ১শ জনকে আসামী করা হয়েছে এই অভিযোগে।
এ মামলায় বর্তমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়রের নাম নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। গতকাল রাতে উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক শফিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেন, গত বছরের ৩০ আগষ্ট রাত আটটার দিকে আসামীরা বিএনপি কার্যালয়ে প্রবেশ করে নেতাকর্মীদের মারধর, চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করে। এছাড়া বোমা ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে বিএনপি কার্যালয়ের টিভি ও সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যাওয়া হয়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।
কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন