পটুয়াখালীর কলাপাড়ায় কর্মস্থল থেকে ঘরে ফেরা হল না সাগরের
পটুয়াখালীর মহিপুরে বাসের ধাক্কায় সাগর শিকদার অনু (২৭) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাগর মহিপুর সদর ইউপির মনোহরপুর গ্রামের জয়দেব সিকদারের ছেলে। তিনি বেসরকারী উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ছয়টার দিকে এই প্রহরী তার কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা থেকে আসা কুয়াকাটাগামী গ্রীন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন