পটুয়াখালীর কলাপাড়ায় মাছ বোঝাই পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে বরিশালগামী মাছ বোঝাই পিকআপের ধাক্কায় মো.ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জানুয়ারী) সকাল ৮ টার দিকে উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ হাওলাদার উপজেলার নীলগঞ্জ ইউপির নীলগঞ্জ গ্রামের মৃত তাহের হাওলাদারের ছেলে। তিনি একটি মুদি দোকানে শ্রমবিক্রির কাজ করতেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত ইউসুফ প্রতিদিনের মতো আজও সকালে বাইসাইকেল যোগে মহাসড়কের শেখকামাল সেতু পার হয়ে পৌরশহরের দিকে যাচ্ছিলেন। এসময় মহিপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী একটি মাছ ভর্তি পিকআপ দ্রুত গতিতে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।মূমুর্ষ অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল (শেবাচিমে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জুয়েল ইসলাম বলেন, নিহতের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ঘটনার পরপরই আমরা চালককে আটক করেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।