পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী লীগ সম্পদক সহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

পটুয়াখালীর কলাপাড়ায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার বেলা ১১ টায় কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের বাস ভবনে এসে তার হাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে যোগদান করেন তারা। তবে যোগদানকৃত নেতা কর্মীদের মধ্যে সিংহভাগ মানুষ হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে।

যোগদানকারী শতাধিক ব্যক্তিদের মধ্যে চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতি লাল ভট্ট, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান খান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সজল চন্দ্র ভট্ট, ৫ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শিভু রাম সিমলাই সহ আরও অনেকে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।

মতি লাল ভট্ট কালবেলাকে জানান, দীর্ঘ বছর আওয়ামী রাজনৈতিক পরিচয়ে বহু ত্যাগ করেছেন তিনি। তবে কখনোই দল থেকে সামান্য সহযোগিতা পাননি। এছাড়া ৫ আগষ্ট পট পরিবর্তনের পর থেকে আজও পর্যন্ত তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষ হলেও কেউ এক মিনিট ফোন করে খোঁজ নেয়নি। তাই তিনি ক্ষোভে মনের কষ্টে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন।

যোগদানকালে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সহ সভাপতি জাহাঙ্গীর তালুকদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কাজল তালুকদার, চম্মাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।