পটুয়াখালীর কলাপাড়া হাসপাতালে কলেরা স্যালাইন ও বৈদ্যুতিক পাখা দিলেন প্রতিমন্ত্রী

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবায় কলেরা স্যালাইন ও বৈদ্যুতিক পাখা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান এমপি।

বৃহস্পতিবার (৩০ মে) রাত ৮ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চিকিৎসা উপকরন প্রদান করেন তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর প্রসাদ অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিমন্ত্রী বলেন, করোনা কালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে অনেক চিকিৎসক প্রাণ বিসর্জন দিয়েছেন। দেশের মানুষ চিরদিন তাদের এ আত্মাহুতিকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চিকিৎসা সেবা মানুষের মৌলিক অধিকার, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।