পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিকের লাশ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের ছয় ঘন্টা পর জাহাজ শ্রমিক ফরহাদ হোসেন (৩১) এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দলের সদস্যরা।
বৃহস্পতিবার দুপুরে আন্ধারমানিক নদীর নিশানবাড়িয়া মোহনা থেকে তিনি নদীতে ডুবে নিখোঁজ হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, চট্টগ্রাম থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্দেশ্যে ছেড়ে আসে পাথর ভর্তি লাইটার জাহাজ এমভি হাজী ছালাম প্রামানিক-৯ দুপুর সাড়ে ১২টার দিকে ধানখালী ইউনিয়নের শাহীন মৃধার ঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে পৌঁছালে ইঞ্জিনজনিত ত্রুটির কারনণ জাহাজটি থেমে যায়।
সেসময় জাহাজের পাখার সমস্যা দেখতে নদীতে নামেন সুকানি মো. নিশান, গ্রিজার শান্ত এবং ফরহাদ হোসেন। এসময় নদীতে ডুব দিলে ফরহাদ হোসেন পানিতে তলিয়ে যান।
পরবর্তীতে অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে অবহিত করা হয়।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবুরি দল নদী থেকে ফরহাদের লাশ উদ্ধার করেন।
ফরহাদ চট্রগ্রাম জেলার সন্ধীপ থানার সাতঘরিয়া ইউনিয়নের আবদুল মন্নানের ছেলে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন