পটুয়াখালীর গলাচিপায় পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ২০২৩ সালের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় গলাচিপা (ডাকুয়া) আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান শিক্ষক এ,বি,এম এবাদুল্লাহর সঞ্চলনায় ম্যানেজিং কমিটির সভাপতি মু. হারুন অর রশিদ এর সভাপতিত্বে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৩য় ও ৪র্থ শ্রেনির শিক্ষার্থীরা মানপত্র পাঠ, বিতরণ ও বক্তব্য প্রদান করেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, “এ বিদ্যালয়ের সুনাম আছে। বর্তমানে অনেকেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়েছে। তোমরা চেষ্টা করলে এগুলো হতে পারবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,বি,এম এবাদুল্লাহ বলেন, “তোমরা জীবনে সাফল্য লাভের অস্ত্র হিসেবে শিক্ষাকে কঠোরভাবে আকড়ে ধরবে এবং চেষ্টা ও অনুশীলনের মধ্যদিয়ে সফল কাম হতে পারবো।”
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিক্ষার্থীদের পড়া-লেখায় গভীর
মনোযোগী হয়ে ভাল ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানে আসন্ন প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে ৩০জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী শিক্ষার্থীদের হাতে একটি করে জ্যামিতি বক্স তুলে দেওয়া হয়। শেষে টিফিন প্রদান ও সকলের মঙ্গল কামনায় দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন