পটুয়াখালীর গলাচিপা ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইসকনকে নিষিদ্ধ ও চট্টগ্রাম আদালতের বিশিষ্ট আইজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে শনিবার (৩০ নভেম্বর) পটুয়াখালীর গলাচিপায় জৈনপুরী খানকা ময়দানে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের ওলামায় কেরাম এবং তাওহীদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাও: হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাও: মোঃ জাকির হোসেন, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাফিজ মোঃ শহিদুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক উপজেলা ইমাম পরিষদ, হাবিবুর রহমান ফোরকান, সাবেক আমীর জামাতে ইসলামী বাংলাদেশ, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সভাপতি উপজেলা বিএনপি, হাফেজ মাও: আব্দুল কাইয়ুম, সেক্রেটারি গলাচিপা উপজেলা ইমাম পরিষদ, মোঃ শাহেদ হোসেন, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, মোঃ সোয়েব মাষ্টার, গনঅধিকার পরিষদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন হলো ভারতের প্রক্সি। ভারতের সাথে সকল কৃটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ইসকন ব্যবহার করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। প্রকাশ্য দিবালোকে এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জোরপুর্বক ধরে নিয়ে জবাই করে হত্যা করে। তাই এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাই।

বক্তারা আরো বলেন, একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেড়িয়েছে মুসলিম বীব যোদ্ধারা। তাদের দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্না। হামজা বিন আব্দিল মুত্তালিব (রা), আলী ইবনে আবি তালিব (রা), খালিদ বিন ওয়ালিদ (রা), সুলতান সালাহুদ্দিন আইয়ুরি, মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ গজনভি, সম্রাট আলাউদ্দিন খিলজি, সম্রাট বাবর, উসমান গাজী, টিপু সুলতান, এদের বীরত্বগাথা এখনো আমাদের প্রেরনা যোগায়। আমাদের সেই অতীত ইতিহাসকে দুশমনদের স্বরন করিয়ে দিতে চাই।